নাসিরনগর কাহেতুরা রানিয়াচং রাস্তা সহ বিভিন্ন সড়ক ও রাস্তাঘাট ভগ্নদশায় পতিত

দেশজুড়ে

নভেম্বর ১৩, ২০২২ ১২:২১ পূর্বাহ্ণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও সড়কের বেহাল দশা পরিনত হয়েছে।বন্যা পরবর্তী সময়ে এ দশা হয়েছে বলে স্থানীয় জনগন ও এল,জি,ই,ডি সুত্রে জানা গেছে।
গতকাল সরেজমিন কুন্ডা ইউনিয়নের বেরুইন,রানিয়াচং,কাহেতুরা সড়কে গিয়ে এমন চিত্র দেখা গেছে।বন্যার কারনে রানিয়াচং হতে কাহেতুরা সড়কটি ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার কারনে যানবাহন ও জনগনের পায়ে হেটে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

কাহেতুরা থেকে রানিয়াচংয়ের উপর দিয়ে নাসিরনগর সদর,কুন্ডা ও ব্রাহ্মণবাড়িয়া শহরে যাতায়াতের একমাত্র রাস্তা।কুন্ডা ইউপি সদস্য মোঃ জজ মিয়া,মোঃ আব্দুল আজিজ সহ কাহেতুরা ও রানিয়াচংয়ের দুই স্থানীয় বাসিন্দারা জানায়,গত বন্যায় রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারনে ওই এলাকার লোকজন যানবাহনে নয় পায়ে হেটেও যাতায়াত করতে পারছে না।তাছাড়াও কোন রোগী বা মৃত ব্যাক্তির লাশ নিয়েও আসা যাওয়া করতে পারছে না।রাস্তাটির দুই পাশে রয়েছে বিশাল ধানী জমি।ধানও পাকতে শুরু করেছে।কয়দিন পর ধান কাটা শুরু হবে।রাস্তার কারনে দুই গ্রামের লোকজন পাকা ধান কেটেও বাড়িতে নিতে পারবেনা।তাই স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ স্থানীয় সংসদ সদস্য,বি,এম,ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন।

উল্লেখিত রাস্তা ছাড়াও নাসিরনগর হতে গুনিয়াউক,পূর্বভাগ,কলেজ মোড় হতে চৈয়ারকুড়ি – মাধবপুর,ফান্দাউক- আতুকড়া, সড়ক গুলোও বড় বড় কানাখন্দে পরিনত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *