নালিতাবাড়ীতে বর্ডার হাট স্থাপনে মতবিনিময় সভা

নালিতাবাড়ীতে মতবিনিময় সভায় অনুপস্থিত ১২ ইউপি চেয়ারম্যান

দেশজুড়ে

জুলাই ২২, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী (শেরপুর)

সমন্বয়হীনতা ও উন্নয়নমূলক কাজে জনপ্রতিনিধিদের মতামতের গুরুত্ব না দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বর্জনের পর এবার ২০ জুলাই, বৃহস্পতিবার জেলা প্রশাসকের মতবিনিময় সভাতেও উপস্থিত হননি ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদ, বিভিন্ন দফতরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীজনের সাথে জেলা প্রশাসক সাহেলা আক্তারের মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। তবে এতে উপস্থিত ছিলেন না উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন ও কয়েকজন চেয়ারম্যানের সাথে কথা বলে জানা গেছে, সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয় না করেই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এককভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। চেয়ারম্যানদের অভিযোগ, সভায় সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবায়ন করা হয় না। ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় বরাদ্দকৃত গভীর নলকুপ স্থাপনে ইউপি চেয়ারম্যানদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বরাদ্দ বন্টন নিয়ে সমন্বয়হীনতায় দীর্ঘ সময় পার হয়। ২০২৩ অর্থবছরে কর্মসৃজন প্রকল্পের কাজ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১২ ইউপির চেয়ারম্যানের সমন্বয়হীনতা ও উপজেলায় ১২টি ইউনিয়নে কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়ায় সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রাধান্য না দেওয়া, ১২টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন সড়কে সেতু, কালভাট ও রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সুপারিশ গ্রহণ না করা ও প্রাধান্য দেওয়া হয় না। উদ্ভুত এ পরিস্থিতির কারণে গত সোমবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেকটা ক্ষোভে উপস্থিত হননি বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে সোয়া তিনটা পর্যন্ত ঘন্টাব্যাপি উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিসিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

সভায় উপস্থিত না হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারয়ম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বলেন, কোন অফিসই ইউপি চেয়ারম্যানদের মূল্যায়ন করে না। মিটিং গুলোতেও আমরা শুধু যাই আর আসি। গত সোমবার আমরা উপজেলা পরিষদের সমন্বয় সভা বর্জন করলেও কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। তাই আমরা চেয়ারম্যানেরা বসে সিদ্ধান্ত নিয়েই কোন চেয়ারম্যান আজকের সভায় যাইনি৷

এদিকে মতবিনিময় সভায় বক্তব্য কালে ইউপি চেয়ারম্যানদের উপস্থিত না হওয়ার বিষয়ে জেলা প্রশাসক সাহেলা আক্তার সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদ ও প্রশাসনের সাথে ইউপি চেয়ারম্যানদের সমন্বয়হীনতা হবে এটা খুবই দুঃখজনক। সকল বরাদ্দ নির্ধারণ করাই থাকে। তাই এখানে কারো হস্তক্ষেপেরও সুযোগ নেই। আশা করবো দ্রুত এর সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *