নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৬

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৬

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ৮, ২০২৩ ৮:১৩ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বন্দুকধারীদের গুলিতে ৪৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

বেনু রাজ্যের উমোগিডি এলাকায় স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে জমি-সংক্রান্ত পুরোনো বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেন, ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এ ঘটনার জন্য পশুপালক গোষ্ঠীকে দায়ী করেন পল হেম্বা। তার ভাষ্য, স্থানীয় জনগোষ্ঠীর ওপর গত মাসের প্রায় পুরোটা সময় তারা হামলা চালিয়েছে। অঞ্চলটিতে সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *