নাইক্ষ্যংছড়িতে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ মৎস্য সপ্তাহ-২০২২ উদ্বোধন

দেশজুড়ে

জুলাই ২৪, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

আজ (২৪ জুলাই) হতে ৩০ জুলাই ২০২২ ইংরেজি পর্যন্ত সপ্তাহব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ এ মৎস্য সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে। উক্ত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচীর অংশ হিসেবে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৪ জুলাই ০৯৩০ ঘটিকায় রামু সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরস্থ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে ‘‘মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২২’’ এর উদ্বোধন করেন। উক্ত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এবং ক্যাপ্টেন রাফি-উস-হাসান, মেডিক্যাল অফিসারসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *