দেশ ছাড়লেন মুস্তাফিজ

দেশ ছাড়লেন মুস্তাফিজ

খেলা

এপ্রিল ১, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। শনিবার সকালে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি।

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচ শেষে ঢাকায় ফিরেছিলেন মুস্তাফিজ রহমান। এরপর শনিবার সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন কাটার মাস্টার।

আজ রাতেই লাখণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। এজন্য আগেভাগেই ক্যাপিটালসের ডেরায় যোগ দিতে দেশ ছাড়লেন তিনি।

এদিন সকালে ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফিজুর রহমান নিজেই। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘২০২৩ আইপিএলের উদ্দেশ্যে ভারতে যাত্রা করছি। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর অপেক্ষা করতে পারছি না।’

এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এ আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান ও লিটন দাস, মুস্তাফিজকে দেখা যাবে দিল্লিতে।

এদিকে সাকিব ও লিটনকে নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের আইপিএল যাত্রা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে লাল বলের খেলায় চুক্তিবদ্ধ না হওয়ায় সবার আগে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ।

এদিকে সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে ভারতের বিমান ধরবেন তারা।

বিষয়টি নিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেন, সাকিব-লিটনকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আইরিশদের বিপক্ষে টেস্ট শেষ হলেই তারা আইপিএলে যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *