দেশে কমেছে বেকার সংখ্যা

দেশে কমেছে বেকার সংখ্যা

জাতীয় স্লাইড

অক্টোবর ৩০, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ণ

দেশে বেকার সংখ্যা গত ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) সামান্য কমে ২৪ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ হচ্ছে ১৬ লাখ এবং নারী ৮ লাখ ৩০ হাজার।

গত বছরের একই সময়ে দেশে বেকার ছিল ২৬ লাখ ১০ হাজার। এছাড়া চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে অর্থাৎ এপ্রিল-জুন পর্যন্ত বেকার ছিল ২৫ লাখ। তুলনামূলক গত তৃতীয় কোয়ার্টারে বেকারের সংখ্যা কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছর ও তার বেশি বয়সিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। দেশের ১ হাজার ২৮৪টি নির্বাচিত এলাকা থেকে নমুনা নিয়ে দ্বৈবচয়ন ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়। এতে ৩০ হাজার ৮১৬ খানার (পরিবারের) ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ মাসে দেশে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৩১ শতাংশ, যা গত বছরের একই সময় ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। সেই সঙ্গে চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৪১ এবং প্রথম কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৫৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *