দু’দলের বিপক্ষে হৃদয়ের রান করা ‘নিষেধ’

দু’দলের বিপক্ষে হৃদয়ের রান করা ‘নিষেধ’

খেলা

আগস্ট ১১, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

জাতীয় দলে অভিষেক হওয়ার পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন বাংলাদেশি তাওহীদ হৃদয়। প্রথমবার হলেও লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন তিনি। ফলে বিদায় বেলাতে কুড়িয়েছেন প্রশংসা।

চলতি এলপিএলে জাফনা কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন হৃদয়। যেখানে ৬ ম্যাচে ৩৮.৭৫ গড়ে ১৫৫ রান করেছেন তিনি। যার মধ্যে একটি ম্যাচে ফিফটিও করেছেন এ ডানহাতি ব্যাটার।

হৃদয়ের বিদায় বেলায় বুধবার জাফনা কিংস তাদের ফেসবুক পেইজে একটি পোস্ট করেছে। যেখানে তারা লিখেছে, ‘তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের খুব উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই।’ একই সঙ্গে জাফনা কিংসের কোচ ও সতীর্থরাও হৃদয়ের সঙ্গে রসিকতা করেছেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কোচ থিলিনা কান্ডাম্বি ও দল হৃদয়কে শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি কান্ডাম্বি বলছেন, ‘অনেক রান কর তবে শ্রীলংকার বিপক্ষে না।’ অন্য পাশ থেকে হৃদয়ের জাফনা সতীর্থ শোয়েব মালিককে বলতে শোনা গেছে, ‘পাকিস্তানের বিপক্ষেও করবে না।’

শ্রীলংকা থেকে ফ্লাইটে গতকাল দুপুরে বাংলাদেশে ফিরেছেন হৃদয়। মিরপুরে সেই তৃপ্তি আর রোমাঞ্চের ছাপ স্পষ্ট ছিল বাংলাদেশ দলের তরুণ ব্যাটারের চোখেমুখেও। এলপিএলের অভিজ্ঞতার কথা জানতে চাইলে হাসি দিয়েই পরে গণমাধ্যমকে বলেন, ‘ভালো লেগেছে (হাসি), তবে সবকিছু নরমাল।’

চলতি মাসের ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এ টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচই শ্রীংকায় অনুষ্ঠিত হবে। ফলে এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগতে পারে বলেন হৃদয়, ‘কাজে আসতে পারে। নির্দিষ্ট দিনে কেমন করব সেটা হলো চ্যালেঞ্জ। তারপরও ওইখানে গিয়েছি, খেলেছি, সেখানকার উইকেট সম্পর্কে, গ্রাউন্ড সম্পর্কে ধারণা হয়েছে। একটু তো সাহায্য হবে আমার জন্য এবং আমার দলের জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *