দিল্লিতে ইসরাইলের দূতাবাসের কাছে বিস্ফোরণ

দিল্লিতে ইসরাইলের দূতাবাসের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক

ডিসেম্বর ২৭, ২০২৩ ৮:৫৩ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইসরাইলের দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে এতে দূতাবাসের কোনো কর্মীর ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভারতে তাদের সব কর্মী অক্ষত রয়েছেন। তবে বিস্ফোরণের কারণ জানতে ইসরাইলি কর্তৃপক্ষ  ভারতের সঙ্গে কাজ করছে।

বিস্ফোরণের পর দিল্লির ফায়ার সার্ভিস তল্লাশি অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটেছিল। তখনও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই ঘটনায় ইসরাইল জানিয়েছিল, তারা বিষয়টিকে সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *