তারা ভোটারদের হুমকি-ধমকি দিতে শুরু করেছেন:রিজভী

তারা ভোটারদের হুমকি-ধমকি দিতে শুরু করেছেন:রিজভী

রাজনীতি

ডিসেম্বর ২৬, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “৭ জানুয়ারি আসন ভাগ-বাটোয়ারার ‘আমি-ডামির’ ভোট প্রহসন জমছে না দেখে দিশেহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী এবং তার নির্বাচন কমিশন। এখন তারা ভোটারদের হুমকি-ধমকি দিতে শুরু করেছেন। দেশকে জেলখানা বানানো হয়েছে। জেলের ভেতরে যাদের নিক্ষেপ করা হয়েছে তাদের তিলে তিলে নির্যাতন করা হচ্ছে।

‘গণতান্ত্রিক বিশ্বের চোখে ধুলা দিতে কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখাতে অসহায় মানুষদের বাধ্য করতে এক অভিনব পন্থা প্রয়োগ করছে সরকার। প্রতিদিন খবর বেরুচ্ছে, গণভবনের নির্দেশেই সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রায় ২ কোটি মানুষকে টার্গেট করেছে আওয়ামী লীগ এবং প্রশাসনের কর্মকর্তারা।

বিএনপির সিনিয়র এ নেতার অভিযোগ, ‘প্রায় প্রতিটি নির্বাচনী এলাকায় নৌকার প্রার্থীরা হুমকি দিচ্ছেন। ৭ জানুয়ারি যারা ভোট কেন্দ্রে যাবে না তাদের সব সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাতার মালিক আওয়ামী লীগ সরকার না। এর মালিক দেশের জনগণ। জনগণের টাকা এবং বিদেশিদের সহায়তায় গরিবের জন্য অনুদান দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *