জয়ের সদস্য পদ নবায়ন, রংপুর আ.লীগের সদস্য সংগ্রহ শুরু

জয়ের সদস্য পদ নবায়ন, রংপুর আ.লীগের সদস্য সংগ্রহ শুরু

রাজনীতি স্লাইড

এপ্রিল ৩০, ২০২৩ ৮:১৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রথম সদস্য পদ নবায়নের মাধ্যমে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেয়া হয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে। বর্তমানে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশ যাওয়ার সময়ও দলের সদস্য সংগ্রহের ওপর জোর দিয়েছেন। বৃহত্তর রংপুর আজ সেটাই শুরু করেছে।

No description available.
রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। ছবি: সংগৃহীত

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে কিছু বলার নেই। উচ্চ আদালতই এই ইস্যুকে হিমাগারে পাঠিয়েছে। দেশে এখন স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। আগামী নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ভয় দেখাবে, আগুন সন্ত্রাস করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *