তারাকান্দায় অসহনীয় যানজট, দুর্ভোগ!

দেশজুড়ে

এপ্রিল ১২, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ

পবিত্র 

খুব প্রয়োজন ছাড়া আজ ঘর থেকে কাউকে বের না হওয়ার জন্য নিজের ফেসবুক প্রোফাইলে পরামর্শ দিয়েছেন শাকিল হাসান । পরামর্শের কারণ মূলত যানজট। তিনি বলেন, স্বাভাবিক সময়ে মোটরসাইকেলে তাঁর গন্তব্যস্থলে যেতে আধঘণ্টার মতো সময় লাগে, আজ লেগেছে প্রায় দুই ঘণ্টা। তারাকান্দা বাজার বাস স্ট্যান্ডে লেগেছে প্রায় এক ঘণ্টা।
উল্লেখ্য উপজেলাটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এর আগে এটি ফুলপুর উপজেলার অধীন একটি থানা ছিল যা ১৯ মে, ১৯৯৯ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। উত্তর ময়মনসিংহে মরা খড়িয়া নদীর তীরে ময়মনসিংহ-ফুলপুর পাকা রাস্তার পাশে তারাকান্দা উপজেলা সদরের অবস্থান। তারাকান্দা উপজেলার আয়তন ৫৮৯ বর্গ কিলোমিটার। বর্তমানে এ উপজেলা ১০ টি ইউনিয়ন নিয়ে গঠিত।তারাকান্দা উপজেলার ভৌগোলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৪°৯৫ এবং ৯০°৩৫’ পূর্ব। রাংসা নদীর তীরে এ উপজেলা অবস্থিত। এ উপজেলার উত্তরে ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলা, দক্ষিণাংশে ময়মনসিংহ জেলা সদর, পশ্চিমে নকলা উপজেলা (শেরপুর জেলা) এবং পূর্বে গৌরিপুর উপজেলা অবস্থিত। এই উপজেলার উল্লেখযোগ্য খাল হচ্ছে- কংশ খাল।
তারাকান্দা উপজেলা ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হল -বানিহালা ইউনিয়ন,কাকনী ইউনিয়ন,তারাকান্দা ইউনিয়ন,গালাগাঁও ইউনিয়ন,বালিখা ইউনিয়ন,কামারগাঁও ইউনিয়ন,কামারিয়া ইউনিয়ন,ঢাকুয়া ইউনিয়ন,রামপুর ইউনিয়ন,বিসকা ইউনিয়ন।
রাকিব নামে এক ব্যবসায়ী বলেন বর্তমানে তারাকান্দা বাস স্ট্যান্ডের যানজট অসহনীয় মাত্রায় চলে গেছে প্রতিনিয়ত লেগে থাকছে গাড়ির দীর্ঘজট। আমরা দ্রুত এই বন্দিদশা থেকে মুক্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *