তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ৩, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ

তাইওয়ানের নিরাপত্তা নিয়ে চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র। সেজন্য ভূখণ্ডটির কাছে ১৬০টি ক্ষেপণাস্ত্রসহ ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দাবি, তাইওয়ানের নিরাপত্তার জন্য অস্ত্র খুবই জরুরি।

শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে অস্ত্র বিক্রি ঘোষণাটি এলো।

এতদিন চীন ও তাইওয়ানের সম্পর্ক অনেকটা শিথিল থাকলেও তাইপেতে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর সেটি নষ্ট করে দেয়। এরপর তাইপেতে ধারাবাহিকভাবে একের পর এক মার্কিন প্রভাবশালী রাজনৈতিক নেতারা আসতে থাকেন। এ নিয়ে চীন ও তাইওয়ান সম্পর্ক ঘোলাটে হয়। যার ফলে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং। এ পরিস্থিতিতেই তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

তাইওয়ানের কাছে যেসব অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তার মধ্যে রয়েছে- ধেঁয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ৬৬ কোটি ৫০ লাখ ডলারের রাডার ওয়ার্নিং সিস্টেম। ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, যা যেকোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম ও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ১০০ ক্ষেপণাস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *