ঢাবিয়ান ৮২ ব্যাচের ক্ষুদ্র মিলন মেলা

ঢাবিয়ান ৮২ ব্যাচের ক্ষুদ্র মিলন মেলা

শিক্ষা

জুলাই ২০, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

নাসির উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, বর্তমান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন। তাকে শুভেচ্ছা জানাতে গতকাল (১৯ জুলাই) কাওরান বাজার টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের অফিসে হাজির হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের অনেক ছাত্র-ছাত্রী, যারা আজ পেশাগত জীবনে সফল, সরকারি-বেসরকারি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ যেন ঢাবিয়ান ৮২ ব্যাচের এক ক্ষুদ্র মিলন মেলা।

এই ক্ষুদ্র মিলন মেলায় উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক আইন কর্মকর্তা সায়ীদুল করীম খান, সাবেক অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, সোনালী ব্যাংকের সাবেক জিএম স্বপন কুমার, এভারগ্রীন ক্রপ কেয়ার লি. এর এমডি কাজী লুৎফর রহমান প্রমুখ।

একসাথে মধ্যাহ্নভোজ, বিকেলে চা-নাস্তার পর সন্ধ্যা অবধি আড্ডা। জমিয়ে আড্ডা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় জীবনের মধুর স্মৃতি রোমন্থন করে অনেকেই আবেগপ্রবণ হয়ে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *