ঢাকা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে যা থাকছে

ঢাকা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে যা থাকছে

বিনোদন

জানুয়ারি ২৩, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন রোববার (২২ জানুয়ারি)। শেষ দিনে দেখানো হবে বিভিন্ন বিভাগের ৩২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

উল্লেখযোগ্য সিনেমাগুলো কোথায় ও কখন দেখবেন তা জেনে নিন।

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠান। বিকেল ৫টায় পুরস্কারজয়ী সিনেমার প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে দেখানো হবে স্পেন ও ব্রাজিলের ছবি ‘মাগোয়াডো’।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে তুর্কি-জার্মনি-স্লোভেনিয়ার ‘বীর উমুত’। দুপুর ১টায় উইমেন ফিল্মমেকার বিভাগে রয়েছে ‘পাওয়ার অব দ্য পিপল’। বিকলে ৩টা ও ৫টায় বাংলাদেশ প্যানোরমায় দেখানো হবে ২০টি স্বল্পদৈর্ঘ্য ছবি। সন্ধ্যা ৭টায় উইমেন ফিল্মমেকার বিভাগে ফিলিস্তিনের ‘কন্টিনিউয়াস কাভারেজ’।

শিল্পকলা একাডেমি (জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে দেখানো হবে ভারতের ‘সৌদি ভেল্লাকা’, দুপুর ১টায় ইরানের ‘উইথ দ্য উইন্ড’ ও বিকেল ৫টায় ভারতের ‘গার্গি’।

শিল্পকলা একাডেমি (জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন)
দুপুর ১টায় উইমেন ফিল্মমেকার বিভাগে রয়েছে শ্রীলঙ্কার ‘আওয়ার মাদার, গ্র্যান্ডমাদার, প্রাইম মিনিস্টার : সিরিমাভো’। বিকেল ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে দেখানো হবে তুর্কি ‘এফলাতুন’। বিকেল ৫টায় বাংলাদেশের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য ছবি—‘পোশাক’, ‘পালাবার রাস্তা নেই’, ‘মধুমতীর তীরে’, ‘যাত্রা বিরতি’ ও ‘সারভাইভ উইথ ট্রাফিক জ্যাম’। সন্ধ্যা ৭টায় বিভিন্ন দেশের ছয়টি স্বল্পদৈর্ঘ্য ছবি।

শিল্পকলা একাডেমি (জাতীয় আর্ট গ্যালারি, ষষ্ঠ তলা)
সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে বিকেল ৩টায় ফ্রান্স-কুয়েত-লেবাননের ছবি ‘বৈরুত বোরহান’। ওয়াইড অ্যাঙ্গেল সেকশনে বিকেল ৫টায় ভারতের দুই ছবি ‘ডেটলাইন বাংলাদেশ’ ও ‘রিফিউজি ৭১’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে সন্ধ্যা ৭টায় ইরানের ‘আ চাইল্ডলেস ভিলেজ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *