ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন ভাতা উপকারভোগী

রাজনীতি

নভেম্বর ৪, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

 

খুলনার ডুমুরিয়ায় স্মরণকালের ইতিহাস সৃষ্টি করে হাজার হাজার জনতাকে নিয়ে ডুমুরিয়া তথা দেশবাসীকে জানানোর লক্ষ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের জন্য সরকার কতৃক গৃহীত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে নানাবিধ প্রকল্পের মাধ্যমে ডুমুরিয়া উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় ডুমুরিয়া কলেজ ময়দানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো কলেজ মাঠ। প্রসাশনের কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিত মিলন মেলায় পরিনত হয়।

এসময় সরকারে বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরে প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনা ডুমুরিয়া-ফুলতলাসহ সারাদেশে যে উন্নয়ন করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা না জানালে ডুমুরিয়া-ফুলতলা তথা দেশবাসী আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। সব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। আওয়ামীলীগ সরকারের আমলে যত উন্নতি হয়েছে অন্য কোন সরকারের আমলে এত উন্নত হয়নি। তিনি আরো বলেন, এই সরকারের আমলে একটি শিশুর গর্ভাবস্থা থেকে শুরু করে একজন প্রবীণ মানুষ পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ সরকারী প্রকল্পের মাধ্যমে অনুদান পাচ্ছেন। তিনি পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে উন্নয়ন সরকার শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান এবং সকলকে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া চান।

এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) তাপস কুমার সরকার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, শেখ দিদারুল হোসেন দিদার,গোপাল চন্দ্র দে,সুরঞ্জিত কুমার বৈদ্যে,গাজী তৌহিদুজ্জামান,বি,এম জহুরুল হক প্রমূখ।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামিলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রায় ১০ হাজার উপকারভোগী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *