ডুমুরিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

দেশজুড়ে

নভেম্বর ৩০, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বোরো মৌসুমে উফশী ধান ও হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কিষাণীদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৮ হাজার কৃষক-কিষাণীর মধ্যে বিনামূল্যে উফশী ধানের বীজ,সার ও ৭৫০০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।

উপজেলার গোনালী গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন,গতবছর বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার পেয়ে বোরো আবাদ করেছিলাম। বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছে। এখন আবার সেই জমিতে হাইব্রিড ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দুবার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন,ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইবনে ইনসাদ আমিন তুহিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *