ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বড় দরপতন

ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বড় দরপতন

অর্থনীতি

জানুয়ারি ৫, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

জনপ্রিয় ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) বিটকয়েনের দাম গত কিছুদিন ধরেই হু হু করে বাড়ছিল। একপর্যায়ে প্রতিটির দর ৪৫ হাজার ৯২২ ডলারে উঠেছিল। বিগত ২১ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ। তবে হঠাৎ ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল মুদ্রাটির বড় দরপতন ঘটেছে।

বুধবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

প্রতিবেদনে বলা হয়, আলোচ্য কার্যদিবসে বিটকয়েনের দর কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। একদিনের ব্যবধানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোটির দাম নেমে গেছে ৪২ হাজার ৬০০ ডলারে।

বিদায়ী ডিসেম্বরজুড়ে শোনা গেছে, ২০২৪ সালের শুরুর দিকে সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। তবে চলতি জানুয়ারিতে সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গেছে। ফলে ইউএস মুদ্রা ডলারের মান বেড়েছে। তাতে রাতারাতি বিটকয়েন দর হারিয়েছে।

ফেডের কর্মকর্তারা বলছেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে। তবে এখনও পুরোপুরি আসেনি। এমন অবস্থায় চটজলদি সুদের হার কমালে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এছাড়া এই বছর বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ডের (ইটিএফ) অনুমোদন পাওয়ার সম্ভাবনা মিইয়ে পড়েছে। এ নিয়ে ইতিবাচক সাড়া দেয়নি ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ডিজিটাল মুদ্রাটির নিম্নগামিতার যা অন্যতম কারণ।

বার্নস্টেইনের বিশ্লেষকরা বলছেন, ইটিএফের অনুমতি না মেলার আভাস পাওয়ায় বিশাল ধাক্কা খেয়েছে ক্রিপ্টো মার্কেট। স্বাভাবিকভাবেই বিটকয়েনের দাম পড়েছে। সেটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা তৈরি হলে আবার ভার্চুয়াল মুদ্রাটির মূল্য বৃদ্ধি পাবে। আগামী সপ্তাহেই সেই সংকেত মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *