টুইটার অ্যাপের জন্য তৈরি হবে আলাদা ফোন

টুইটার অ্যাপের জন্য তৈরি হবে আলাদা ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি স্লাইড

নভেম্বর ২৮, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ

টুইটার অ্যাপের জন্যই আলাদা ফোন তৈরি করবেন বলে জানিয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। হাতে মালিকানা আসার পর থেকেই একের পর এক নিয়ম পাল্টাচ্ছেন। ইতিমধ্যে টুইটার ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ‘ব্লু টিক ভেরিফিকেশন’ প্রক্রিয়া শুরু করেছেন। সংস্থা থেকে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাই করে সমালোচিত হয়েছেন ইলন।

আমেরিকার এক সংবাদ সংস্থা সূত্রের খবর, অ্যাপল সংস্থায় কর্মরত ফিল শিলার টুইটার মাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছেন। সূত্রের খবর, তিনি নাকি অ্যাপল স্টোরের দায়িত্বে আছেন। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর টুইটারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, টুইটার যে সমস্ত নিয়ম কানুন নিয়ে আসছে, তার ফলে যেন লাখ লাখ টুইটার ব্যবহারকারীদের অসুবিধা না হয়। একই সঙ্গে গুগল এবং অ্যাপল স্টোরের শর্তগুলোও যেন টুইটার মেনে চলে সে দিকে লক্ষ রাখতে হবে।

কিন্তু এত ঘটনার মাঝে নজর কাড়লেন ইলন মাস্ক। এক টুইটার ব্যবহারকারী এই প্রসঙ্গে টুইট করে লেখেন, ‘গুগল বা অ্যাপল থেকে টুইটারকে বহিষ্কার করলে ইলনের আলাদা ফোন তৈরি করা প্রয়োজন, যে ফোনের মাধ্যমে টুইটার ব্যবহার করা যাবে। যে মানুষটা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য রকেট তৈরি করতে পারে তার জন্য একটি ফোন বানানো কঠিন কিছু নয়’

ইলন মাস্ক এই টুইটের উত্তরে নিজে টুইট করে বলেছেন, ‘আমি আশা করছি এই পরিস্থিতি যেন না আসে। যদি অন্য কোনও উপায় না থাকে, তা হলে আমি অবশ্যই ফোন বানাব।’

ইলনের এই টুইট দেখে কেউ কেউ তাকে সমর্থন করেছেন। কেউ আবার রসিকতা করে বলেছেন, ‘আমার মনে হয় তিনি ইতিমধ্যেই ফোন বানানোর কাজ শুরু করে দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *