টি-২০ বিশ্বকাপ জেতার সুযোগ পাকিস্তানের

খেলা স্লাইড

জুলাই ১৩, ২০২২ ৮:৫৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার মাটিতে আসছে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনার কথা জানালেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।

সম্প্রতি মেলবোর্নে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে তিন নম্বরে থাকা পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়ান কন্ডিশনটা অনেক সহায়ক হিসেবে কাজ করবে বলে বিশ্বাস ওয়াকারের।

তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের দলের অনেক বড় সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার পিচগুলো সাধারণত ব্যাটিংবান্ধব হয়। পাকিস্তান দলে অনেক ভালো ব্যাটার আছে, যারা অস্ট্রেলিয়ান কন্ডিশনে অনেক ভালো খেলতে পারবে।’

ওয়াকার ইউনিস আরও বলেন, ‘টপঅর্ডারে বাবর আজম নিশ্চিতভাবেই বড় ভূমিকা রাখবে। আমি মনে করি, সবসময় বাবর যে ভূমিকা রাখে, তা ধরে রাখবে। মোহাম্মদ রিজওয়ানও অনেকদিন ধরেই ভালো খেলছে।

তিনি বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। আমরা গত এক বছরে ছয়-সাত জন পেসারকে যাচাই-বাচাই করে দেখেছি, তারা সবাই দুর্দান্ত খেলছে। শাহীন আফ্রিদি ও হারিস রউফ মূল দায়িত্ব পালন করবে। আর হাসান আলীর কথা ভুলে গেলেও চলবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *