টিকিট বাতিল পাকিস্তানের, ভারতের মাটিতে খেলা নিয়ে সংশয়

টিকিট বাতিল পাকিস্তানের, ভারতের মাটিতে খেলা নিয়ে সংশয়

খেলা

জুন ১৯, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ

আগামী ২১ জুন ভারতের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপখ্যাত’ সাফ চ্যাম্পিয়নশিপ। আর্ন্তজাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও আঞ্চলিক সংস্থা এএফসির নিয়ম অনুযায়ী আসর শুরুর ৪৮ ঘন্টা আগেই অংশগ্রহণকারী দলগুলোকে ভেন্যুর শহরে উপস্থিত থাকতে হয়। সোমবারের মধ্যে সব দলই উপস্থিত থাকতে পারলেও পাকিস্তানের পক্ষে ভেন্যুর শহরে থাকা সম্ভব হচ্ছে না। কারণ দলটি ভারতে যাওয়া টিকিট কাটলেও ভিসা পায়নি। ফলে সঠিক প্রতিবেশী দেশটি যেতে পারেনি। আগে টিকিট কাটার কারণে দলের সব টিকিট বাতিল তাদের। ফলে সাফে অংশগ্রহণ নিয়ে দলটি তৈরি হয়েছে সংশয়।

রোববার (১৮ জুন)  সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘পাকিস্তান আজ (রোববার) ভিসা পায়নি ফলে আজকের টিকিট বাতিল করেছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এ নিয়ে কাজ করছে। কালকের মধ্যে পাকিস্তান দলের ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে তারা।’

কাল ভিসা পেলেও পুরো দলের একই সঙ্গে যাওয়া কিছুটা কষ্টসাধ্য। টিকিটের ব্যাপারেও অল ইন্ডিয়া ফুটল ফেডারেশন কাজ করছে বলে জানা গেছে। এবারে আসরে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। আগামী ২১ জুন প্রথম ম্যাচেই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ।

আগামীকাল ভিসা না পেলে এবারে আসরে দলটির অংশগ্রহণ নিয়ে তৈরি হবে অনিশ্চয়তা। ভিসা, টিকিট সব কিছু কালকের মধ্যে মেলাতে পারলে টুর্নামেন্টের আগের দিন শুধু অনুশীলনের সুযোগ পাবে। ক্রিকেটের মতো ফুটবলেও দুই দলের লড়াই নিয়ে চলছে আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *