জাপাকে ২৬ ও অন্যান্য শরিকদের ৬ আসন ছাড় আ.লীগের

জাপাকে ২৬ ও অন্যান্য শরিকদের ৬ আসন ছাড় আ.লীগের

রাজনীতি স্লাইড

ডিসেম্বর ১৮, ২০২৩ ৯:৪১ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি এবং ১৪ দলের শরিকদের জন্য ৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এসব আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছে দলটি। সে হিসাবে সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৬১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীনরা।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনে কমিশনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, জাতীয় পার্টির জন্য যে ২৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রত্যাহার করেছি, সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩, নীলফামারী-৪, রংপুর-১, রংপুর-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, বগুড়া-২, বগুড়া-৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮ ও নারায়ণগঞ্জ-৫।

এছাড়া ১৪ দলের জন্য বগুড়া-৪, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪, মোট ছয়টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান দলের দফতর সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *