জমি ও গৃহ প্রদান উপলক্ষে নকলা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

দেশজুড়ে

জুলাই ২০, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ

মোঃ দেলোয়ার হোসেন, নকলা (শেরপুর)

শেরপুরের নকলা উপজেলায় ২৯টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমদ।

এসময় ইউএনও বুলবুল আহমদ বলেন, আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে তৃতীয় পর্যায়ে ২৬ হাজার দুইশত উনত্রিশটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সারা দেশের ন্যায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে নকলা উপজেলার গণপদ্দী এলাকায় ২১ টি, পাঠাকাটায় ৪টি ও বানেশ্বরদীতে ৪টিসহ মোট ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার জসিম উদ্দীন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার ও পল্লী বিদ্যুতের এজিএম মো. মতিউর রহমানসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *