জমির বিরোধ নিয়ে শেরপুরে মারামারিতে একজনের মৃত্যু

দেশজুড়ে

মে ২৯, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি,

শেরপুরে জমির বিরোধ নিয়ে মারামারির জেরে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ধাতুয়া আড়াইলাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় প্রায় দেড় মাস পর মোঃ হেলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১৪/০৪/২৩ তারিখে শক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে জমির বিরোধে মোঃ মাফুজুর রহমান মতিন (৩৫) মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করায় আহত হয়। আহত হেলাল মিয়া কে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন । ২৮ মে (রবিবার) তিনি মৃত্যুবরণ করেন। মারামারির ঘটনায় মৃত ব্যক্তির ছেলে মোঃ রাজু মিয়া বাদী হয়ে মাননীয় সি আর আমলী আদালতে ৬ জন কে আসামি করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের নামে মামলা করেন। এক নম্বর আসামি মোঃ মাফুজুর রহমান মতিন (৩৫) পিতা- মোঃ আব্দুর রশিদ তিনি সেনাবাহিনীতে কর্মরত বাড়িতে ছুটিতে আসায় প্রশাসনিক শক্তি ও স্থানীয় নেতাদের পেশি শক্তি ব্যবহার করে এমন ঘটনা ঘটায় বাদী পক্ষের এমনটাই দাবি করেছেন।

এই ঘটনায় বিজ্ঞ আদালত শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এফ আই আর করার নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটি এফ আই আর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *