ছাতা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

লাইফস্টাইল স্পেশাল

মে ৩১, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

বর্তমান সময়ের আবহাওয়ায় সকালে ঝুম বৃষ্টি তো দুপুরে প্রচণ্ড রোদ। আর এই রোদ কিংবা বৃষ্টি, দুটোতেই রয়েছে ছাতার ব্যবহার। এ সময়ে বাইরে বের হওয়ার আগে অবশ্যই ছাতা ব্যবহার করা উচিত। প্রয়োজনীয় এই অনুষঙ্গটিকে সঙ্গী হিসেবে রাখতে চিনতে হবে ছাতা। তাই ভালো মানের ছাতা কেনার আগে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়।

রোদ কিংবা বৃষ্টি যাই হোক তার থেকে বাঁচতে ছাতা হতে পারে আপনার সবচেয়ে উপকারী সঙ্গী। এটি শরীরকে রোদের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে যেমন রক্ষা করতে পারে তেমনি সেই সঙ্গে এক পশলা বৃষ্টির হাত থেকেও আপনাকে রাখে সুরক্ষিত।

এই অতি প্রয়োজনীয় বস্তুটি সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল চীনে। ধারণা করা হয় প্রায় ৩,০০০ বছর আগে চীনারা এর আবিষ্কার করলে এটির ব্যবহার ধীরে ধীরে কোরিয়ায় বিস্তার লাভ করে। এরপর সারাবিশ্বেই এই পণ্যটির ব্যবহার শুরু হয়।

আসুন জেনে নেই, ছাতা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন।

১. অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি শিকের ছাতা বেশি মজবুত ও টেকসই হয়ে থাকে। এতে মরিচাও ধরে না।

২. ৬-৮ শিকের ছাতার চেয়ে ১০ শিকের ছাতা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। ঝড়-বৃষ্টিতেও এই ছাতা উল্টে যাওয়ার ভয় থাকে না।

৩. শুধু ফ্যাশনের দিকে নজর রেখে ছাতা কেনাটা বোকামি। ফ্যাশনেবল ছাতাগুলো শুধু আকর্ষণীয় হয়; টেকসই হয় না।

৪. ছাতা কেনার সময় এর কাপড় দেখে কিনবেন। বিভিন্ন কাপড়ের ছাতা পাওয়া যায় বাজারে। কাপড়ের মান ভালো কি-না পরীক্ষা করতে ছাতা পানিতে ভিজিয়ে দেখুন।

৫. অনেক সময় ছাতার হাতল থাকে পাতলা ও ভঙ্গুর। হাতল যেন টেকসই এবং মজবুত হয়, তা দেখে কিনুন।

৬. টিপ বাটনের ছাতা যদি কিনেন; তাহলে বাটনটি ঠিকমতো কাজ করে কি-না, তা যাচাই করে নিন।

৭. ছাতার ভেতরের সবগুলো রড ঠিকমতো সেলাই করা আছে কি-না, তা বারবার খুলে ও বন্ধ করে দেখে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *