ছাড়পত্র পেলেন সাকিব

ছাড়পত্র পেলেন সাকিব

খেলা স্লাইড

জুন ১৯, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ

ইনজুরির কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করেছেন সাকিব আল হাসান। অবশ্য আঙুলের চোট কাটিয়ে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। এজন্য প্রায় প্রতিদিনই মিরপুরের ইনডোরে ব্যাটিং ও বোলিং প্র্যাকটিস করছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন সাকিব। এরপর টি-২০ সিরিজে নেতৃত্ব দিবেন তিনি। আফগান সিরিজ শেষ করেই কানাডার বিমান ধরবেন। সেখানে গ্লোবাল টি-২০ লিগে যোগ দেবেন দেশসেরা এ অলরাউন্ডার।

চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে ডাক পেলেও পুরো টুর্নামেন্টের ছাড়পত্র না পাওয়ায় নিজেকে প্রত্যাহার করে নেন সাকিব। তবে কানাডার গ্লোবাল টি-২০ লিগের জন্য ছাড়পত্র পেয়েছেন। পরের মাসেই লংকান প্রিমিয়ার লিগে খেলবেন টাইগারদের টি-২০ দলের অধিনায়ক।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে তিনি বলেন, এ দুই লিগে খেলার জন্য তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বিসিবি থেকে।

এর আগে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পান সাকিব। এরপর ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। অবশ্য আঙুলের ব্যান্ডেজ খোলার পর থেকে নিয়মিত অনুশীলন করছেন এ অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *