গ্রহণের পর হাসলো সূর্য, নাসা বললো ‘সো চিজ!’

গ্রহণের পর হাসলো সূর্য, নাসা বললো ‘সো চিজ!’

বিজ্ঞান ও প্রযুক্তি

অক্টোবর ২৯, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ

মঙ্গলবার ছিল আংশিক সূর্যগ্রহণ। তার কয়েক ঘণ্টা পর থেকেই সূর্য খানিকটা হেসেছে! নাসার সোলার ডায়নামিক মানমন্দিরে সেই দৃশ্য ফুটে উঠতেই ছবি উঠল। কিন্তু দেখা গেল সূর্যের চোখ-মুখ মিলিয়ে যাচ্ছে না। বরং তা একইভাবে রয়ে গিয়েছে মহাশূন্যে একখানা জ্বলন্ত ‘স্মাইলি ইমোজি’র মতো।

বুধবার স্থানীয় সময় ৯টা ৩৭ মিনিটে সূর্যের হাসিমুখের ছবিটি তুলেছে নাসা। বৃহস্পতিবার ভোরে ছবিটি টুইটারে শেয়ার করে নাসা।

তবে বেশ মজাচ্ছলেই ছবির বিবরণে নাসা লিখেছে, ‘‘সো চিজ!’’ (হাসিমুখে ছবি তোলার জন্য বিদেশে এমন বলা দস্তুর)। তার পর সূর্যের হাসিমুখের ব্যাখ্যাও দিয়েছে নাসা। তারা লিখেছে, ‘‘নাসার সোলার ডায়নামিক মানমন্দির সূর্যের হাসিমুখের এই ছবিখানা তুলেছে। যেখানে সূর্যের অতিবেগুনি রশ্মির ফাঁকে ধরা পড়েছে ‘কলঙ্ক’।’’

যদিও চাঁদের কলঙ্কের সঙ্গে সূর্যের এই কলঙ্কের কোনো মিল নেই। নাসা জানিয়েছে, এই কালো ছোপকে বলা হয় ‘করোনাল হোলস’। প্রবল গতিবেগ সম্পন্ন সৌরবাতাস যখন ছিটকে বের হয় মহাকাশে তখনই এই ধরনের কলঙ্ক তৈরি হয়।

কিন্তু সূর্যের এই হাসি থেকে কি ভয় পাওয়ার কারণ আছে? নাসা সে রকম কিছু উল্লেখ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *