গাজায় ইসরায়েলি অপরাধের আন্তর্জাতিক তদন্ত চায় কাতার

আন্তর্জাতিক

ডিসেম্বর ৪, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি অপরাধের আন্তর্জাতিক তদন্ত চায় কাতার। মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে ‘অবিলম্বে, ব্যাপক এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত’ করার আহ্বান জানিয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি রোববার আল জাজিরাকে আরও বলেছেন, গাজায় আরেকটি যুদ্ধবিরতি সহজতর করার এবং অবরুদ্ধ এই ভূখণ্ডে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে কাতার।

গত ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তবে গত নভেম্বরের শেষের দিকে কাতারের মধ্যস্থতায় মিশর এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে সেখানে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এক সপ্তাহব্যাপী এই যুদ্ধবিরতিতে ২৪০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৮০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *