খুব একটা খারাপ খেলিনি : লিটন

খেলা

ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

চলমান বিপিএলের শুরুটা মোটেও ভালো ছিল না লিটন দাসের। শুরুর ৫ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মোটে ৩৭ রান। এরপর অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অধিনায়ক। এখন পর্যন্ত ১২ ম্যাচে ২৪.৩৩ গড়ে লিটন করেছেন ২৯২ রান।

প্রথম কোয়ালিফায়ারে নামার আগে লিটন বলেন, ‘সব ব্যাটার প্রতিদিন রান করবে না। এটাই ফ্যাক্ট। খুব যে খারাপ খেলেছি তা না। প্রায় তিনশ রানের কাছাকাছি চলে গেছে। যারা ভালো খেলেছে তারা হয়তবা চারশ বা এরকমই। এখনও ২-৩টি ম্যাচ আছে। দেখা যাক। নিজের সেরাটা যদি দিতে পারি তাহলে চারশ পার করার সম্ভাবনা থাকবে।’

টুর্নামেন্টের প্রথম দিকে রান না পেলেও হতাশ হননি লিটন। রান না পাওয়ার পর চেষ্টা করেছেন অনুশীলনে, পরিশ্রম করে গেছেন নিয়মিত। নিজের ওপর বিশ্বাস ছিল, দ্রুতই ফর্মে ফিরবেন লিটন। এবার নিজেই জানালেন শতভাগ ফলাফল না পেলেও রান পাওয়ায় খুশি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *