কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন,তা নির্ধারণ হয়ে গেছে:রিজভী

কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন,তা নির্ধারণ হয়ে গেছে:রিজভী

রাজনীতি

ডিসেম্বর ২৫, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ

 

নির্বাচনকে নাটক আখ্যা দিয়ে তা রুখে দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন, তা নির্ধারণ হয়ে গেছে। যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা ও আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে।

ভার্চু্য়াল ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে। তাই দেশবাসীর প্রতি আহ্বান, এই ভোট বর্জন করুন। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন।

প্রধানমন্ত্রীকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা পরীক্ষার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশের জনগণ জানে, তারেক রহমানের ক্যারিশমাটিক নেতৃত্ব, অভাবনীয় জনপ্রিয়তা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা আর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে সরকার আতঙ্কিত, সন্ত্রস্ত। তার নেতৃত্বে এখন দুর্বার আন্দোলনে টালমাটাল গোটা দেশ।

১৭৪ আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপাস হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে। আসলে নিশিরাতের ভোট ডাকাত সরকার ভেতরে ভেতরে এক্সিট খুঁজছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *