কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮, আহত ৩০

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮, আহত ৩০

আন্তর্জাতিক স্লাইড

জুলাই ১, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ

কেনিয়ার পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত্ব ৪৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ব্যস্ততম একটি বাস স্টেশনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে ও পদচারীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক জানান, ‘কেরিচো-নাকুরু মহাসড়কে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। এখনো দু-একজন ট্রাকটির নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে, তবে এখন পর্যন্ত ৩০ জনের বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি।’

মায়েক বলেন, ‘আমরা সন্দেহ করছি, কেরিচো অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।’

স্থানীয় টেলিভিশনগুলোর সম্প্রচারিত ফুটেজে কয়েকটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে কেরিচোর গভর্নর এরিক মুতাই বলেন, ‘আমি খুবই মর্মাহত। কেরিচোর জনগণের জন্য এটি শোকাবহ মুহূর্ত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়া সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *