কৃষি গুচ্ছে এবার ৮ বিশ্ববিদ্যালয়

শিক্ষা

এপ্রিল ৮, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ

দেশের সাত কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিলেও এ তালিকায় সংখ্যা বাড়ছে। এবার যুক্তে হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। তাই দেশের কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ের মোট সংখ্যা দাড়ালো ৮।

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত কৃষি ভর্তি পরীক্ষার নেতৃত্ব পাচ্ছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

শেকৃবি উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, পূর্বের ভর্তি কমিটি এখনো আমাদের হাতে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেননি। অফিসিয়ালি দায়িত্ব হাতে পেলে আমরা কাজ শুরু করবো।

কৃষি গুচ্ছে এবারের আয়োজন নিয়ে মোট তৃতীয়বারের মত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয়বার ২০২০-২১ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ‘লিড ইউনিভার্সিটি’হিসেবে দায়িত্ব পালন করেছে।

অধ্যাপক শহীদুর রশীদ বলেন, এ দায়িত্ব কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ক্রম অনুসারে হয়ে থাকে। আগামী বছরগুলোতে লিড ইউনিভার্সিটি হিসেবে অপর একটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনে দায়িত্বপালন করবে।

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

২০২০-২১ শিক্ষাবর্ষে আয়োজিত ভর্তি পরীক্ষা কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছে সাবেক কমিটি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয়ভাবে আর কোন ভর্তির কার্যক্রম হবে না।

এদিকে, চলতি শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছে আরও একটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে বলে জানা যাচ্ছে। নতুনভাবে যুক্ত হতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেছেন, এবার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে শিক্ষার্থী ভর্তি করানো হবে। কৃষি গুচ্ছ পদ্ধতিতে আমরা যাবো। ফলে কৃষি গুচ্ছের বাকি ৭টিসহ এখন হবে মোট ৮টি।  যেসব বিষয়ে পরীক্ষা হবে বায়োলজি, রসায়ন, পদার্থ, গণিত এবং ইংরেজি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফর হাসান জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। ভর্তি যুদ্ধে অনেক পরিবার এক লাখ টাকা পর্যন্ত খরচ করেন বলে আমরা দেখছি। সুতরাং এইখানে এটা লাঘব হবে।

তিনি আরো জানান, আমরা সমন্বয় করছি। আরও কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, তারাও আমাদের সঙ্গে আসবে। আরও নতুন যে কৃষি বিশ্ববিদ্যালয় তারাও এখানে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *