ঝিনাইগাতীতে ভুয়া প্রকল্প সাজিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ঝিনাইগাতীতে ভুয়া প্রকল্প সাজিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

দেশজুড়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে ভুয়া প্রকল্প সাজিয়ে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। অভিযোগে প্রকাশ, গত ৬ মাস পুর্বে উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের সামনে মাটি ভরাটের নামে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের টিআর প্রকল্পের ৩লাখ ২৬ হাজার ৪৫২ টাকা বরাদ্দ করিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ তা আত্মসাৎ করেন।

এছাড়া বনগাঁও খা পাড়া আব্দুল্লাহর দোকান থেকে গনির বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ২.১১৪ মেট্রিকটন কাবিখার গম উত্তোলন করে তা আত্মসাৎ করা হয়। অভিযোগে প্রকাশ, ৩০/০৯ ২০২৩ তারিখের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও তিনি তা না করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে টাকা উত্তোলন করে পুরো টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে শেরপুরের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ পত্র প্রেরণ করা হয়। উল্লেখ্য যে অভিযোগ করার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ নড়েচরে বসেন। তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ১৯ ফেব্রুয়ারি তরিঘরি করে দায়সারা গোছের মাটি কাটার কাজ শুরু করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ এ বিষয়ে বলেন মাটি কাটা হচ্ছে সরেজমিনে গিয়ে দেখুন। সরেজমিনে সামান্য মাটি কাটার দৃশ্য দেখা গেছে।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি বলেন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। উক্ত মেয়াদের মধ্যে কাজ সম্পন্ন করা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *