কুবিতে পরিবেশ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে

জানুয়ারি ১০, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সুইডেন এলামনাই নেটওয়ার্ক বাংলাদেশ (এসএনবি) ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘প্লগিং: এওয়ারনেস অন এনভায়রনমেন্টাল পলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ই জানুয়ারী) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চ্যুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগের চলমান ব্যাচ গুলোর প্রতিনিধিদের নিয়ে সুইডেন এলামনাই নেটওয়ার্ক বাংলাদেশ (এসএনবি) এর প্রধান অধ্যাপক ড. মোঃ ইকবাল রউফ মামুনের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ।

আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান ‘ মডার্ন লাইফ উইথ প্লাস্টিকস: এ গ্রেট কস অফ এনভায়রনমেন্টাল’ বিষয়ক সেশন পরিচালনা করেন।

সেমিনার শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয় যা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে গোলচত্বরে শেষ হয়। এরপরই উপস্থিত শিক্ষার্থীদের তিনটি দলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ময়লা অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমাদের ক্যাম্পাসের পরিবেশ দূষণ রোধ করতে এই সেমিনারটি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এটি শুধু আমাদের শিক্ষার্থীরা না উপস্থিত সবাই এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আর এজন্য তোমাদের আলাদা করে কিছু করতে হবে না। তোমরা চলার পথে যা ময়লা পাবা তাই তুলে ডাস্টবিনে ফেলে দিবা। তোমরা এখন এই অভ্যাস গড়ে তোলো যাতে করে তোমরা সর্বত্র এটি এপ্লাই করতে পারো।’

সেমিনারের সর্বশেষ বক্তা হিসেবে সুইডেন এলামনাই নেটওয়ার্ক বাংলাদেশ (এসএনবি) এর প্রধান অধ্যাপক ড. মোঃ ইকবাল রউফ মামুন বলেন, ‘আজকের এই সেমিনারের উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা এখান থেকে পাওয়া শিক্ষা টা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আবর্জনা ফেলার বিন টাকে কাজে লাগাব, যেখানে সেখানে উচ্ছিষ্ট সেটা প্লাস্টিক হোক বা অন্য কিছু ফেলবো না। দেশটা আমাদের তাই দেশটাকে বাসযোগ্য করার দায়িত্বটাও আমাদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *