কুবিতে ‘ইন্টারন্যাশানাল সেমিনার অন রিসেন্ট এডভান্স ইন কেমিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে

অক্টোবর ১০, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রসায়ন বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশানাল সেমিনার অন রিসেন্ট এডভান্স ইন কেমিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ অক্টোবর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে সারা দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়কে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রধান শর্তই হলো গবেষণায় গুরুত্ব দেওয়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই গবেষণায় গুরুত্ব আরোপ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এই রকম সুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই সেমিনারের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে এবং গবেষণা করতে অনুপ্রাণিত করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির হেনরিক-হেইন ইউনিভার্সিটি অধ্যাপক ড. ক্রিস্টোপ জেনিয়াক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.খলিফা মোহাম্মদ হেলাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *