কষ্টের জয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

কষ্টের জয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

খেলা

আগস্ট ১৫, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ

কষ্টের জয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ উলভারহ্যাম্পটনের বিপক্ষে রীতিমতো লড়াই করে ১-০ গোলে জয় আদায় করে নিয়েছে টেন হাগের শিষ্যরা। অবশ্য এমন জয়ে স্বস্তি নেই রেড ডেভিলসদের ডেরায়।

মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে উলভারহ্যাম্পটন। এ ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ জমাতে পারেননি র‌্যাশফোর্ডরা। ফলে ম্যাচের ৭৬তম মিনিটের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

এদিন নিজেদের ঘরের মাঠে রক্ষণেই বেশি মনোযোগ দিতে হয়েছে ইউনাইটেডকে। বল পজিশনে পিছিয়ে থেকেও আক্রমণে দারুণ দক্ষতা দেখিয়েছে উলভস। ম্যাচে আগেই এগিয়ে যেতে পারত উলভস, যদি ম্যাথিয়াস কুনহা সহজ এক সুযোগ না হারাতেন। বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানাকে একা পেয়েও যেভাবে গোল মিস করেছেন, তাতে নিশ্চয়ই অনেকটা সময় আক্ষেপ করতে হয়েছে তাকে।

অথচ ম্যাচের শুরু থেকে বল বেশি রেখেও তখন পর্যন্ত উলভসের গোলমুখে একটা মাত্র শট নিয়েছিল ইউনাইটেড। সেটা অবশ্য এসেছে মার্কাস রাশফোর্ডের কল্যাণে। বিপরীতে উলভস নিয়েছে তিনটি শট। এদিন ২৩ বার প্রতিপক্ষ শট নিয়েছে গোলের জন্য। ২০০৩-০৪ মৌসুমের পর ঘরের মাঠে আর্সেনালই কেবল এরচে বেশি (২৫) শট নিয়েছে ম্যান ইউনাইটেডের রক্ষণে।

ইউনাইটেড প্রতিপক্ষের ডেডলক ভেঙেছে ম্যাচের ৭৬তম মিনিটে। রাইটব্যাক অ্যারক ভ্যান বিসাকার বল খুঁজে নেয় ডিফেন্ডার ভারানেকে। উলভসের পর্তুগিজ গোলরক্ষক হোসে সা আগেই একদিকে সরে গিয়েছেন। তাৎক্ষণিক সিদ্ধান্তে ফাঁকায় গোল করেন ভারানে। ফ্রেঞ্চ ডিফেন্ডারের সেই একমাত্র গোলেই পরে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *