কলম্বিয়ার কারাগারে ৫২ আসামির প্রাণহানি

আন্তর্জাতিক স্লাইড

জুন ৩০, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কারাগারে দাঙ্গা চলাকালে আগুন ছড়িয়ে পড়ায় ৫২ আসামির প্রাণহানি ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন আরও ২৬ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

দেশটির জাতীয় কারাগার সংস্থা এসব তথ্য জানিয়েছে।

ন্যাশনাল পেনিটেনশিয়ারি অ্যান্ড প্রিজন ইনস্টিটিউটের (ইনপেক) পরিচালক টিটো ক্যাস্টেলানোস বলেন, তুলুয়া নগরীর ওই কারাগারে পুলিশের প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে রাত ২টার দিকে সেখানে দাঙ্গা বেধে যায়। সে সময় আসামিরা আগুন ধরিয়ে দিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ভ্যালি ডেল কউকার স্বাস্থ্য বিভাগের প্রধান ক্রিস্টিনা লেসমাস টুইটার বার্তায় বলেন, এ ঘটনায় আমরা মোট ২৬ জনকে চিকিৎসা দিয়েছি এবং ৫২ জনের মরদেহ পেয়েছি। তিনি বলেন, আমরা একেবারে পুড়ে যাওয়া ব্যক্তিও পেয়েছি।

এর আগে ক্যাস্টেলানোস দাঙ্গায় ৪৯ জনের মৃত্যু ও ৩০ জনের আহত হওয়ার কথা জানা গিয়েছিল। এদের মধ্যে ছয়জন কারারক্ষী।

কারাগারটিতে ১ হাজার ২০০ জনেরও বেশি বন্দি ছিল। এর নিরাপত্তায় দেশটির পুলিশ ও সৈন্যরা নিয়োজিত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *