কবে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ, জানালেন নিজেই

কবে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ, জানালেন নিজেই

খেলা স্পেশাল

অক্টোবর ২৮, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের শেষের শুরু করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। চলতি বিশ্বকাপে একটি সেঞ্চুরিও তুলে নিয়েছেন এ ব্যাটার।

বিশ্বমঞ্চে রানের ফুলঝুরি রিয়াদের ব্যাটে। দুর্দান্ত ফর্মে থাকলেও এটাই যে শেষ বিশ্বকাপ, সেটি জানিয়ে দিয়েছেন রিয়াদ। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন দেশের অভিজ্ঞ এ ডানহাতি ব্যাটার।

আজ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ বলেন, ‘সত্যি বলতে, আমি আমার শেষ বিশ্বকাপ খেলছি। আমি বাংলাদেশ দলের পক্ষে আর কত দিন খেলব তা নির্ভর করছে আমার পারফরম্যান্স ও শরীরিক ফিটনেসের ওপর। হয়তো কয়দিন পরে বা দ্রুতই আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাব।’

২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয় মাহমুদউল্লাহর। দীর্ঘ ১৬ বছরের পথচলায় অনেক কিছুর সাক্ষী হয়েছেন তিনি। বাদ পড়েছেন, ফিরে সমালোচকদের জবাব দিয়েছেন ব্যাটে। চলতি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের একমাত্র শতকটির মালিক মাহমুদ। সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি তার।

রিয়াদ বলেন, ‘২০০৭ সালে শ্রীলংকায় আমার অভিষেক হয়েছিল। তখন থেকে লম্বা সময় ধরে আমি জাতীয় দলে খেলছি। বিশ্বকাপে এই সেঞ্চুরিগুলো করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

এবার বিশ্বকাপ দলে সুযোগ পেতে কঠোর পরিশ্রম করেছিলেন বলেও জানালেন মাহমুদউল্লাহ, ‘ক্রিকেট এমনই খেলা, যেখানে আপনাকে বিস্ময়কর ব্যাপার দেখতে হবে। আমি অনেক পরিশ্রম করেছিলাম যেন দলের পক্ষে বিশ্বকাপে খেলতে পারি এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সুযোগটি দিয়েছেন। আমি চেষ্টা করছি, দলকে সেরাটা দেওয়ার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *