কখনও মনেই হয়নি আমি মুসলিম: হুমা কুরেশি

কখনও মনেই হয়নি আমি মুসলিম: হুমা কুরেশি

বিনোদন

জুলাই ৮, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ধর্মের ভিত্তিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেরুকরণ নিয়ে সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে মুখ খোলেন তিনি। ৭ জুলাই থেকে তার সিনেমা ‘তরলা’ আসছে জি ফাইভে। ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন উমা। দেখতে দেখতে ১৩ বছর কাটিয়ে ফেলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে বলিউডে বা কোনোদিনই, তিনি অনুভবই করেননি তিনি একজন ‘মুসলিম’ বা অন্যদের থেকে ‘আলাদা’।

হুমা বরাবরই একজন স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। সম্প্রতি যখন তাকে প্রশ্ন করা হয় চলচ্চিত্রে মেরুকরণ বিদ্যমান কি না? জবাব অভিনেত্রী বলেন, ‘আজকাল এই কথাগুলো শুনছি, আমি জানি না এই প্রশ্নগুলো কেন উঠছে?’

হুমার কথার পরিপ্রেক্ষিতে প্রশ্নকর্তা তাকে জবাব দেন, ‘এই কথাগুলো উঠছে কারণ, প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক আমেরিকা সফরে তাকে সেখানকার মিডিয়া ভারতের মুসলিম অধিকার রক্ষার বিষয়ে প্রশ্ন করে। আপনি কি মনে করেন এটি সঠিক প্রশ্ন ছিল?’

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যার জবাবে হুমা বেশ গুছিয়েই উত্তর দেন। বলেন, ‘আমি কখনোই বুঝতে পারিনি যে আমি মুসলিম এবং আমি আলাদা। আমার বাবা একটি রেস্তোরাঁ চালাচ্ছেন, সেলিম কৈলাশ কলোনিতে (দিল্লির)। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমি নিজেকে কখনও আলাদা অনুভব করিনি। তবে অন্য লোকেরা আমার থেকে আলাদা অনুভব করতেই পারে। আমি মনে করি, প্রশ্ন ওঠা উচিত এবং প্রতিটি সরকারেরই সেটা নিয়ে উত্তর দেওয়া উচিত।’

হুমার এই ভিডিও ক্লিপটি অনলাইনে ভাইরাল। তার জবাবও প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘একেবারে শেষে খেলে গেল হুমা কুরেশি।’

আরেকজন লিখলেন, ‘খুব বুদ্ধিমানের মতো জবাব। হুমা, তাপসীরা বুঝিয়ে দেয় সব নায়িকা মোটা মাথার হয় না।’ অন্য একজন লিখেছেন, ‘ভারতের মতো নিরাপদ দেশ খুব কম আছে। যত তাড়াতাড়ি মানুষ এটা বুঝবে ততই মঙ্গল।’

আপাতত ‘তরলা’র প্রচারে খুব ব্যস্ত হুমা। যা দেখা যাচ্ছে জি ফাইভে। ভারতের নারী শেফ তরলা দালালের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *