কক্সবাজার উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উপকার ভোগীদের ২ দিনের মতবিনিময় সভা শুরু

কক্সবাজার উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উপকার ভোগীদের ২ দিনের মতবিনিময় সভা শুরু

দেশজুড়ে

জুন ২১, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

কক্সবাজার উত্তর বনবিভাগ ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে সুফল উপকার ভোগীদের দুই দিন ব্যাপী মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় সভা শুরু হয়েছে।

কক্সবাজার উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উপকার ভোগীদের ২ দিনের মতবিনিময় সভা শুরু

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের দোহাজারী রেঞ্জ কার্যালয়ের ডাক বাংলো প্রাঙ্গনে ২১ জুন দুপুরে এক মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় সভা দোহাজারী রেঞ্জ অফিসার সিকদার আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক শীতল পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনজিও সংস্হা নেকম এর ফরেস্ট এন্ড বায়োডাইভারসিটি স্পেশালিষ্ট ডঃ প্রণব কুমার মজুমদার, সুফল প্রকল্পের কমিউনিটি মুবিলাইজেশন অফিসার মাহবুবুল আলম, জুনিয়র একাউন্ট এন্ড কনসালটেন্ট মিজানুর রহমান, বাঁকখালি রেঞ্জ অফিসার সরওয়ার জাহান, শহর রেঞ্জ অফিসার মনিরুজ্জামান, নেকম ফিল্ড ফেসিলিটেটর মোবারক আহমদ, সুফল বেলতলি এফসিভি এর সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব এস এম হুমায়ুন কবির, থিমছড়ি-জুমছড়ি-জাউচপাড়া এফসিভি এর সভাপতি সৈয়দ আলম প্রমুখ।

উল্লেখ্য, কক্সবাজার উত্তর বন বিভাগের ৫০ জন উপকারভোগী ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ৫০ জন উপকারভোগী এই মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

২১ জুন থেকে ২২ জুন ২দিন ব্যাপী (Hands on training for local level exposure visit) শীর্ষক অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় কক্সবাজার টু চট্টগ্রাম টু বান্দরবান অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *