জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এলজিউডি দ্বিতীয় ব্যাচের ফিল্ড স্টাডি সম্পন্ন

দেশজুড়ে

মার্চ ১৮, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ

পবিত্র দাস ( নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

একবিংশ শতাব্দীর বাংলাদেশে চ্যালেঞ্জ মোকাবেলায়, সুষ্ঠ সুশাসন প্রতিষ্ঠা এবং প্রান্তিক পর্যায়ে সরকারের সকল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার ও নগর উন্নয়নের গুরুত্ব অপরিসীম। টেকসই উন্নয়নের সকল লক্ষ্য মাত্রা পূরণের লক্ষ্যে প্রস্তাবনায় এর গুরুত্ব আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ বিশেষায়িত দক্ষ জনসম্পদ গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বিভাগটির পড়ার অংশ হিসেবে প্রতিবছর বিভিন্ন ব্যাচের দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় মাঠ কর্ম শিক্ষনের। ফিল্ড স্টাডির অংশ হিসেবে উক্ত বিভাগের দ্বিতীয় ব্যাচ কর্তৃক ফিল্ড স্টাডি ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত আয়োজিত হয় সেন্টমার্টিন, কক্সবাজার ও ছেড়াদ্বীপে। বিভাগের একজন সহকারী অধ্যাপক সহ মোট ২৭ জন উক্ত ফিল্ড স্টাডিতে অংশগ্রহণ করে। শিক্ষক শিক্ষার্থী সহ সবাই পড়াশোনা এবং আনন্দঘন পরিবেশে এই কার্যক্রমে অংশগ্রহন করেন। উক্ত ফিল্ড ওয়ার্ক সকলের মাঝে নতুন দক্ষতা আনয়ন করেছে বলে সবাই মতামত ব্যাক্ত করেন এবং এর গুরুত্বরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *