এশিয়া কাপে নেই নুরুল হাসান সোহান

খেলা স্লাইড

আগস্ট ১০, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ-হাতের তর্জনিতে চোট পেয়ে সফর থেকেই ছিটকে পড়েন।

সেই ভাগ্য সহায় হলো না। সেখানে অস্ত্রোপচারই করতে হয়েছে তার আঙুলের।

যার ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এবারের এশিয়া কাপে খেলা হচ্ছে না সোহানের। এ উইকেটরক্ষক ব্যাটারকে বাদ দিয়েই আগামী বৃহস্পতিবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সিঙ্গাপুরে নুরুল হাসান সোহানের সঙ্গে রয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী।

গণমাধ্যমকে তিনি জানান, ‘আঙ্গুলে অস্ত্রোপচার করার পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের চার সপ্তাহ লেগে যাবে সেরে উঠতে।’

অর্থাৎ এশিয়া কাপের আগে সেরে উঠছেন না সোহান। তার বদলে হয়তো কিপিংয়ের গ্লাভস অভিজ্ঞ মুশফিকুর রহিমের হাতে উঠতে পারে।

কারণ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়া লিটন দাসেরও এশিয়া কাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

পেসার শরিফুল ইসলামের হাঁটু ও পেসার মোস্তাফিজুর রহমানের পায়ের গোড়ালিতে চোট রয়েছে। এতো সব চোটের ভিড়ে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে দেরি হচ্ছে বিসিবির।

বিষয়টি বিবেচনা করে বিসিবিবে বাড়তি সময় দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৭ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এই আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *