এশিয়া কাপে নেপালের দল ঘোষণা, অধিনায়ক রোহিত

এশিয়া কাপে নেপালের দল ঘোষণা, অধিনায়ক রোহিত

খেলা

আগস্ট ১৬, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবার আগে দল ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান।

মঙ্গলবার রোহিত কুমারকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড (এনসিবি)।

এশিয়া কাপে প্রথমবারের মতো খেলবে নেপাল। গত মে মাসে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে  নেপাল।

এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে পাকিস্তান ও ভারতের সাথে খেলবে নেপাল।

আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুলতানে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। ৪ সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা।

এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৫৭ ম্যাচের মধ্যে ৩০টিতে জয় ও ২৫টি হেরেছে নেপাল।

এশিয়া কাপে নেপাল দল: রোহিত পাওডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভার্তেল ললিত রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দীপ লামিচান, কারান এলসি, গুলশান ঝা, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দীপ জোরা, অর্জুন সউদ ও শ্যাম ধাকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *