এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

খেলা

মে ৩০, ২০২৩ ৮:৩৮ পূর্বাহ্ণ

আগামী জুনে ইমার্জিং এশিয়া কাপের আসর বসছে হংকংয়ে। এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৯ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে লতা মন্ডলকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি। আসর খেলতে আগামী ১০ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা।

এবারের আসরে অংশগ্রহণ করছে ৮টি দেশ। যেখানে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং । ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

আগামী ১২ জুন আসরের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে লতার দল। সবশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

বাংলাদেশ নারী দল
লতা মন্ডল (অধিনায়ক), সুবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, রুবেয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *