এলিয়েনদের অস্তিত্ব মিলবে শিগগিরই,জানালন বিজ্ঞানীরা!

বিজ্ঞান ও প্রযুক্তি

অক্টোবর ১৬, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ

এলিয়েনদের অস্তিত্ব মিলবে শিগগিরই,জানালন বিজ্ঞানীরা!

পৃথিবীর ভিতরে ওবাইরে বিশ্বের আর কোথাও জীবের অস্তিত্ব রয়েছে কি না, এ নিয়ে বিভিন্ন গবেষণা, অনুসন্ধান অথবা বিতর্ক চলেই আসছে। তবে এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সময় খুবই সন্নিকটে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। হয়তো কয়েক বছরের মধ্যেই সকল অপেক্ষার অবসান ঘটবে!

ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব আছে কি না – বিজ্ঞানীরা এখন আর এ প্রশ্নের সন্ধান করছেন না। কারন,তারা অপেক্ষা করছেন কবে খুঁজে পাওয়া যাবে তাদের। এ বিষয়ে বিজ্ঞানীদের অনেকে আমাদের সৌরজগৎ তো বটেই, এর বাইরের বিশ্বব্রহ্মাণ্ডের সুদূর কোন স্থান থেকেও এদের অস্তিত্বের আভাস পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যে অনেকে এত বেশি আত্মবিশ্বাসী যে, নিজেদের জীবদ্দশার মধ্যেই এলিয়েনের অস্তিত্ব খুঁজে পাবেন ভাবছেন! এসব বিজ্ঞানীর মধ্যে রয়েছেন মহাকাশ নিয়ে গবেষণা করা বিশ্বের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীরা।

সৌর জগতের বাইরের একটি গ্রহ থেকেও প্রাণের অস্তিত্বের ক্ষীণ আভাস পেয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)। শুধু সেই নির্দিষ্ট গ্রহই নয়, মহাবিশ্বে এ রকম আরও অনেক জগৎ ধরা পড়ছে এ টেলিস্কোপের শক্তিশালী দৃষ্টিসীমায়।

যদি পৃথিবীর বাইরের কোনও প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানীদের মতে, তা হবে বিশ্বের সবচেয়ে যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্য। এরই মধ্যে এলিয়েনদের অস্তিত্ব খুঁজে বের করার ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে বিশ্বের বিজ্ঞানীমহলে। এ সংক্রান্ত গবেষণায় উদারহস্তে টাকাও ঢালা হচ্ছে অকাতরে। এলিয়েনদের খোঁজে এরই মধ্যে বেশ কয়েকটি বৈজ্ঞানিক মিশন কাজ শুরু করেছে; কিংবা খুব শিগগিরই শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *