এমবাপ্পেকে দেওয়া সৌদির লোভনীয় অফার লুফে নিতে চান দুই তারকা

এমবাপ্পেকে দেওয়া সৌদির লোভনীয় অফার লুফে নিতে চান দুই তারকা

খেলা

জুলাই ২৬, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ

ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বছরে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

পিএসজি তারকা যদি আল হিলালের এ প্রস্তাবে রাজি না হন তাহলে লোভনীয় এ অফার লুফে নিতে চান বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস।

বিখ্যাত চলচ্চিত্র ফরেস্ট গাম্পের একটি দৃশ্যের জিআইএফ টুইট করে লেব্রন বলেছেন, এক বছরের জন্য এমন এক প্রস্তাব দিলে তিনি নিজে ওভাবেই দৌড়ে সৌদিতে যাবেন। গোল ডটকমের খবর।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে পিএসজিকে।

দ্য অ্যাথলেটিকস জানিয়েছে, ফরাসি স্ট্রাইকারের সাথে সৌদি প্রো লিগ ক্লাবকে কথা বলার অনুমতিও দিয়েছে পিএসজি। ফুটবলের দলবদলে বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এমবাপ্পেকে দলে ভেড়াতে ৩০০ মিলিয়ান ইউরো খরচ করতে প্রস্তুত আল-হিলাল।

যদিও দুইপক্ষের মধ্যে এখনো কার্যকরী কোনো আলোচনা হয়নি। গোল ডটকমের মতে, এ প্রস্তাব ফিরিয়ে দিতে যাচ্ছেন এমবাপ্পে। কারণ সৌদি প্রো লিগে খেলার কোনো ইচ্ছা নেই তার।

এমবাপ্পে রাজি না হলেও আল-হিলালের এমন অবিশ্বাস্য প্রস্তাব নিয়ে মজা করতে ছাড়েননি লেব্রন জেমস ও জিয়ান্নিস আন্তেতোকুম্মপো। এ দুই বাস্কেটবল তারকাই জানালেন, এমবাপ্পে না গেলেও আল-হিলালে যেতে চান তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরেস্ট গাম্প চলচ্চিত্রে টম হ্যাংকসের দৌড়ানোর একটি ভিডিও পোস্ট করে লেব্রন জেমস লিখেছেন- রিচ পল ও মাভেরিক কার্টারকে ফোন করা মাত্রই আমি এক বছরের চুক্তিতে এভাবেই দৌড়ে সৌদি চলে যাব।

প্রসঙ্গত, রিচ পল হলেন জেমসের এজেন্ট আর মাভেরিক কার্টার তার বাণিজ্যিক অংশীদার।

অন্যদিকে আরেক বাস্কেটবল তারকা জিয়ান্নিস আন্তেতোকুম্মপো টুইটে লিখেছেন, আল-হিলাল, তোমরা আমাকে নিতে পার। আমি দেখতে কিলিয়ান এমবাপ্পের মতোই।

ইন্টার মায়ামিতে লিওনেল মেসির অভিষেক ম্যাচে হাজির ছিলেন লেব্রন জেমস। দুর্দান্ত ক্যারিয়ারে আর্থিকভাবে সবচেয়ে লাভজনক চুক্তিতে আছেন এই কিংবদন্তি। ২০২৩-২৪ এনবিএ মৌসুমে তিনি পাবেন ৩৭ মিলিয়ন পাউন্ড; যা এমবাপ্পেকে দেওয়া আল-হিলালের প্রস্তাবের চেয়ে অনেক কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *