এবার স্কালোনির নামে সড়ক নির্মাণ

এবার স্কালোনির নামে সড়ক নির্মাণ

খেলা

জানুয়ারি ১১, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। দলটির তৃতীয় শিরোপা জয়ের অন্যতম নায়ক কোচ লিওনেল স্কালোনি। তার অক্লান্ত পরিশ্রমের কারণেই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরেছে মেসি-ডি মারিয়ারা। স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন এ আলবিসেলেস্তে কোচ।

আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি স্বীকৃতি পেয়েছেন স্কালোনি। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরো একটি স্বীকৃতি। এবার স্কালোনির নামে সড়ক নির্মাণ করেছে লাতিন আমেরিকার দেশটি।

স্কালোনির জন্মস্থান পুজাতো শহরের একটি সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি’। বিশ্বকাপ জয়ের কিছুদিন পরই পুজাতোর স্থানীয় সরকার দানিয়েল কুয়াকুয়ারেনি কথা দিয়েছিলেন স্কালোনির নামে সড়ক তৈরি করার। সেই কথাই রাখলেন কুয়াকুয়ারেনি। এই সপ্তাহে স্কালোনির নামে নামকরণ করা হয়েছে একটি সড়কের।

সম্মানজনক এই স্বীকৃতি পেতে স্কালোনি উপস্থিত ছিলেন পুজাতোর স্থানীয় ক্লাব মাতিয়েনসোতে। সেখানে ক্লাবের তরুণ ফুটবলার ও সমর্থকরা আর্জেন্টাইন কোচের অটোগ্রাফ ও তাকে একনজর দেখতে মুখিয়ে ছিলেন। নতুন বছরে এটাই স্কালোনির জন্য বড় পাওয়া।

এদিকে গত বছরের শেষমুহূর্তে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত মেসিদের সঙ্গেই কাজ করবেন স্কালোনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *