পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ভারত

পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ভারত

খেলা

অক্টোবর ২৩, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ

টি-২০ বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ভারতই। পাকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকেই আগামীকাল অষ্টম টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে খেলতে নামবে ভারত।

এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়েছেন ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ৫টিতে। পাকিস্তানের জয় ১টিতে।

টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ  :

১৪ সেপ্টেম্বর, ২০০৭ সাল, ডারবান : ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের  ম্যাচটি টাই হয়। প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে ১৪১ রান করে। জবাবে ৭ উইকেটে ১৪১ রান করে পাকিস্তান। ফলে ম্যাচটি টাই হয়।

ঐ আসরের নিয়ম ছিল কোন ম্যাচ টাই হলে, সেটি বোল্ড আউটে নির্ধারিত হবে বিজয়ী দল। অনেকটা ফুটবলের টাইব্রেকারের মত।

বোল্ড আউটের নিয়ম ছিলো দু’দলের পাঁচ জন বোলার ফাঁকা উইকেটে বল করে উইকেট ভাঙ্গবেন। তাতে প্রথম তিন ডেলিভারিতেই উইকেট ভাঙ্গতে পারে ভারতের বোলাররা। আর পাকিস্তান বোলারররা একবারও উইকেট ভাঙ্গতে পারেনি। তাই বোল-আউটে ৩-০ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ভারত। এতে শেষ দুই রাউন্ডের বোলিং দরকার পড়েনি।

২৪ সেপ্টেম্বর, ২০০৭ সাল, জোহানেসবার্গ : ২০০৭ প্রথম টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ রানে জিতে শিরোপা ঘরে তোলে ভারত।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৭ রান করে ভারত। পরে ৩ বল বাকী থাকতে ১৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

শেষ ওভারে পাকিস্তানের জিততে ১৩ রান দরকার ছিলো। উইকেটে ছিলেন সেট ব্যাটার মিসবাহ উল হক। জোগিন্দার শর্মার করা শেষ ওভারের প্রথম দুই বল থেকে ১টি ছক্কায় ৭ রান তুলেন মিসবাহ। কিন্তু তৃতীয় বলে শর্ট ফাইন লেগে শ্রীশান্তকে ক্যাচ দিয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হন মিসবাহ। মিসবাহর আউটে চ্যাম্পিয়নশীপ নিশ্চিত হয় ভারতের।

৩০ সেপ্টেম্বর, ২০১২ সাল, কলম্বো : ২০১২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। শ্রীলংকার কলম্বোতে হওয়া ম্যাচে ভারত ৮ উইকেটে জয় পায় । প্রথমে ব্যাট করে ১২৮ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে বিরাট কোহলির ৬১ বলে অপরাজিত ৭৮ রানে ৩ ওভার বাকী রেখেই ম্যাচ জয়ের স্বাদ পায় ভারত।

২১ মার্চ, ২০১৪ সাল ঢাকা : আগের বিশ্বকাপের মত ২০১৪ সালের আসরেও হেসেখেলে পাকিস্তানকে হারায় ভারত।

গ্রুপ পর্বের ঐ ম্যাচে ভারত ৭ উইকেটে হারায় পাকিস্তানকে। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩০ রান করে। জবাবে ৯ বল বাকী রেখে সহজ জয় পায় ভারত। কোহলি ৩৬ ও রায়না ৩৫ রানে অপরাজিত থাকেন।

১৯ মার্চ, ২০১৬ সাল, কলকাতা : কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া ম্যাচটি বৃষ্টির কারণে ১৮ ওভারে নির্ধারিত হয়। তাতে ৫ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। এরপর কোহলির অপরাজিত ৫৫ রানের সুবাদে ১৩ বল বাকী থাকতেই জয় পায় ভারত।

২৪ অক্টোবর, ২০২১ সাল, দুবাই : ওয়ানডে ও টি-২০, দুই ফরম্যাটের কোন বিশ্বকাপেই ভারতের বিপক্ষে জয় নেই পাকিস্তান। অবশেষে টি-২০ বিশ্বকাপে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া গত টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান।

পাকিস্তানের  দারুণ বোলিংয়ে সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ভারতের ব্যাটাররা। ঐ সময়ের অধিনায়ক বিরাট কোহলির লড়াকু হাফ-সেঞ্চুরিতে ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান করে ভারত।

ভারতের ছুঁড়ে দেয়া এই ১৫২ রানের টার্গেট অনায়াসে স্পর্শ করে ফেলেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। ১৩ বল বাকী রেখে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর ও রিজওয়ান। রিজওয়ান ৭৯ ও বাবর ৬৮ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *