একসঙ্গে তিন বাসে আগুন চট্রগ্রামে

দেশজুড়ে

নভেম্বর ২০, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা হরতালে চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তার পাশে পার্ক করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাতকানিয়ার কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম কারনাইম হুমায়ূন বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, মহাসড়কের মডেল মসজিদের একটু দক্ষিণে ওই বাসগুলো নিজস্ব ডিপোতে ছিল। পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল করত।

আগুনের সূত্রপাত বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল হিসেবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা কী তা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো পাওয়া যায় না। এটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না।’

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, ‘পুড়ে যাওয়া বাসগুলো বড়, এগুলো মডেল মসজিদের একটু দক্ষিণে তাদের (মালিক) নিজস্ব ডিপুতে ছিল। ওদেরও পাহারাদার ছিল, তারা কিছু বলতে পারতেছে না। কীভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *