কক্সবাজারে কাঠ ও বালু বোঝাই ২টি ডাম্পারসহ চোরাচালানি গ্রেফতার

কক্সবাজারে কাঠ ও বালু বোঝাই ২টি ডাম্পারসহ চোরাচালানি গ্রেফতার

দেশজুড়ে

মার্চ ৪, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

কক্সবাজার জেলার চকরিয়ায় কক্সবাজার উত্তর বনবিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশে সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে বালু ও কাঠ বোঝাই ২টি ডাম্পার সহ চালক ও চোরাচালানিকে আটক করেছে।

কক্সবাজার উত্তর বনবিভাগ সূত্র জানান ৪ মার্চ আনুমানিক দুপুর ১.৩০ টায় চকরিয়ার উচিতার বিল এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার-চট্টগ্রাম রাস্তায় বালি ভর্তি চট্ট মেট্রো-য়-০০৮৩ ডাম্পার জব্দ করে ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসে রাখা হয়েছে। একই সঙ্গে ডাম্পারের চালক মো: হেলাল উদ্দিন, পিতা: নাছির উদ্দিন, গ্রাম: শাহসুজাপুর, চকরিয়া এবং বালি পাচারকারী মো: নুরুল কবির, পিতা: হাজী মোঃ ইলিয়াস, গ্রাম: রংমহল, চকরিয়াকে ধৃত করে ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসে রাখা হয়েছে।

সকালে চকরিয়া সুন্দরবন থেকে চোরাই কাঠ পরিবহনকালে একটি কাঠ বোঝাই নম্বর বিহীন ডাম্পার জব্দ করে একই অফিসে রাখা হয়েছে। অভিযানে সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তাগণ, বিট অফিসার এবং স্টাফগণ অংশগ্রহণ করে। বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার উত্তর বন বিভাগের নির্দেশে ধৃত আসামিদের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *