ইসরায়েলি সেনাদের নিহতের সংখ্যা ৬৫

আন্তর্জাতিক

নভেম্বর ২০, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনা সদস্যদের সংখ্যা পৌঁছেছে ৬৫ জনে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

সর্বশেষ নিহত দুই সেনার নাম পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন স্টাফ সার্জেন্ট দিভির বারাজানি (২০) এবং এবং সার্জেন্ট ইয়িনন তামির (১০)।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও।

হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *